September 28, 2023
Quotes

40+ কাজী নজরুল ইসলাম এর উক্তি

কাজী নজরুল ইসলাম এর উক্তি - nazrul-quotes-bangla

বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বিখ্যাত কিছু কাজী নজরুল ইসলাম এর উক্তি একত্রে পরিবেশিত হলো।

কবি কাজী নজরুল ইসলাম 24শে মে, 1899ইংরেজী এবং 11 জ্যৈষ্ঠ, 1306বাংলা সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র পরিবাবে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি , ঔপন্যাসিক, নাট্যকার , সংগীতজ্ঞ এবং প্রগতিশীল চিন্তার অধিকারী ।

এখানে বিখ্যাত কিছু কাজী নজরুল ইসলাম এর উক্তি দেয়া হলোঃ

  1. কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না ।
  2. কান্না হাসির খেলার মোহে অনেক আমার কাটল বেলা
    কখন তুমি ডাক দেবে মা, কখন আমি ভাঙব খেলা।
  3. কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়-লক্ষী নারী।
  4. নর-ভাবে আমি বড় নারী ঘেঁষা! নারী ভাবে, নারী বিদ্বেষী!
  5. রক্ত ঝরাতে পারি না তো একা, তাই
    লিখে যাই এ রক্ত লেখা।
  6. সত্য যদি লক্ষ্য হয়, সুন্দর ও মঙ্গলের সৃষ্টি সাধনা ব্রত হয়, তবে তাহার লেখা সম্মান লাভ করিবেই করিবে।
  7. অন্ধের মতো কিছু না বুঝিয়া, না শুনিয়া, ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না । নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে জাগাইয়া তোলে ।
  8. আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশের, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের।
  9. হেথা সবে সম পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি! – কাজী নজরুল ইসলাম এর উক্তি
  10. বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।
  11. বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে- বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে।
  12. পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কী, যদি আমাদের গৌরব করার মতো কিছু না-ই থাকে।
  13. শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। -কাজী নজরুল ইসলাম এর উক্তি
  14. তিনিই আর্টিস্ট, যিনি আর্ট ফুটাইয়া তুলিতে পারেন । আর্টের অর্থ সত্য প্রকাশ এবং সত্য মানেই সুন্দর; সত্য চিরমঙ্গলময়।
  15. যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার ওপর ইমারত যতবার খাঁড়া করা যাবে, ততবার তা পড়ে যাবে ।
  16. সত্যকে অস্বীকার করিয়া ভন্ডামি দিয়া কখনো মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ জ্বলিবে না।
  17. মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনও মন্দির-কাবা নাই ।
  18. মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
    যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।
  19. অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে; সর্বনির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম।
  20. নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই।
  21. গাহি সাম্যের গান –
    মানুষের চেয়ে বড় কিছু নাই , নহে মহীয়ান। – কাজী নজরুল ইসলাম এর উক্তি
  22. যুগের ধর্ম এই- পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!
  23. পুঁথির বিধান যাক পুড়ে তোর
    বিধির বিধান সত্য হোক।
  24. কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।
  25. ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই।
  26. ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার।”
  27. তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।
  28. তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।
  29. প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন।
  30. তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন
  31. বল বীর-বল উন্নত মম শির!
    শির নেহারী আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর
  32. হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা
    আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদোনা।
  33. কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
  34. আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী;
    চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি।
  35. বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম। – কাজী নজরুল ইসলাম এর উক্তি
  36. আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী;
    চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি।
  37. যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে
    অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে
    বুঝবে সেদিন বুঝবে।
  38. মওলানা মৌলবি সাহেবকে সওয়া যায়, মোল্লাও চক্ষুকর্ণ বুজিয়া সহিতে পারি, কিন্তু কাঠমোল্লার অত্যাচার অসহ্য হইয়া উঠিয়াছে। ইসলামের কল্যাণের নামে ইহারা যে কওমের জাতির ধর্মের কি অনিষ্ট করিতেছেন তাহা বুঝিবার মত জ্ঞান নাই বলিয়াই ইহাদের ক্ষমা করা যায় না। ইহারা প্রায় প্রত্যেকেই ‘মনে মনে শাহ ফরীদ, বগল মে ইট’। ইহাদের নীতি ‘মুর্দা দোজখ মে যায় আওর বেহেশত মে যায়, মেরা হালুয়া রুটি সে কাম’।
  39. আমি বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি।
  40. হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।

130+ Best Humayun Ahmed Quotes | হুমায়ুন আহমেদ এর উক্তি

কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। সাহিত্যিক জীবনে সাহিত্যের নানা বিষয়ে তিনি বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি বিদ্রোহী কবি। এখানে প্রদত্ত কোন উক্তি আপনার ভালো লাগলে অথবা কোন উক্তি সংযোজন করা উচিত বলে মনে করলে মন্তব্য করে জানাতে পারেন।

সূত্র: উইকিপিডিয়া

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x