May 31, 2023
Book Review

বি স্মার্ট উইথ মুহাম্মদ: সর্বযুগের শ্রেষ্ঠ নেতা রাসূল (সাঃ)

বি-স্মার্ট-উইথ-মুহাম্মদ

বি স্মার্ট উইথ মুহাম্মদ: জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটি পড়তে পড়তে রাসূল (সাঃ) এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দেবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহন করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে।

বি স্মার্ট উইথ মুহাম্মদ নিয়ে লেখকের কথাঃ

বইটিতে তাঁর নবী হওয়ার আগের জীবনের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বইটিতে দেখা যাবে, নবী শিশুকাল থেকে কীভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কীভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সাধারণত জীবণীগ্রন্থগুলোতে যেভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়, এখানে সেগুলো সেভাবে বর্ণনা করা হয়নি। এই বইয়ের ভাষা অনেকটা ঘরোয়া। অনেকটা সাদাসিধে।

ইসলামি দৃষ্টিকোণ থেকে রাসূল (সাঃ) এর ব্যাপারে যেসব জীবণী লেখা হয়েছে, সেগুলোর বেশিরভাগে দুটো জিনিস হামেশা পাওয়া যায়; রাসূল (সাঃ) এর 40 বছরের পরের জীবন আর পাঠকদের মধ্যে তাঁর ব্যাপারে সম্ভ্রম জাগানো। কিন্তু এ ধরনের লেখণীতে তরুণ পাঠকেরা নিজেদের কমই খুঁজে পায়। বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়েই তাদের জীবন ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল (সাঃ) এর জীবনী মিলিয়ে নিতে পারে না। [বি স্মার্ট উইথ মুহাম্মদ]

আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে বলেন-
‘আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে ভালো ভালো উদাহরণ’। সূরা আহজাব: 2
কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, রাসূল (সাঃ) এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত, ততটা হয় না।

শিশুরা কখনো কল্পনাও করতে পারে না, তাদের প্রিয় রাসূল (সাঃ) এক সময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করেছেন। টিনিএজাররা কখনো ভাবেই না যে, তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দিন পার করছে, রাসূল (সাঃ) কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না কীভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়েছেন, কীভাবে তিনি অচলাবস্থার নিরসন করেছেন। [বি স্মার্ট উইথ মুহাম্মদ]

এই বইয়ে শিশু মুহাম্মদ (সাঃ) কৈশোরের মুহাম্মদ এবং নবুয়তের আগের যুবক মুহাম্মদ কে দেখবেন ইনশাআল্লাহ।
নিঃসন্দেহে তিনি আমাদের ভালোবাসার আর শ্রদ্ধার পাত্র। আমরা প্রিয় নেতাকে জীবনের চেয়েও ভালোবাসি। কিন্তু আমরা তাঁকে এমন সম্ভ্রম জাগানিয়া নিখুঁত মানুষ হিসেবে তুলে ধরি যে, আমাদের সময়ে তাঁকে অনুসরণ করা বেশ কঠিন হয়ে পড়ে। আমরা কেন যেন রাসূল (সাঃ) কে কঠিন করে উপস্থাপন করতে চাই।

এই বইতে পাঠক তাঁর সম্পর্কে এক নতুন চিত্র পাবেন। তারা দেখবেন কীভাবে তিনি আমাদের মতোই, আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সেগুলোর মোকাবেলা করেছেন। সেগুলোর মোকাবিলায় তিনি আমাদের অনুপ্রাণিত করবেন।

পাঠক আরও খেয়াল করবেন যে, এখানে নিজের জীবন উন্নয়নের ধাপগুলোর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। চিরাচরিত বইগুলোর বর্ণনা ভঙ্গিতে অনেক সময় মনে হয়, আমরা কি আর তাঁর মতো হতে পারব? এ ধরণের হীনমন্যতা দূর করে বাস্তব পদক্ষেপ দেখিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য।

পৃথিবীতে মানুষ যতটা নিখুঁত হতে পারে নিঃসন্দেহে রাসূল (সাঃ) তা-ই ছিলেন। কিন্তু এটা সত্য যে, তিনি ছিলেন মানুষ। মানুষ হিসেবে অনেক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এসব ইস্যুতে প্রিয় নবিজি আর আমাদের মাঝে দারুণ কিছু মিল আছে। আমরা সহজাত উপায়েই নবিজিকে অনুসরণ করতে পারি।

সেরা বইয়ের রিভিউ দেখুন

আত্মোন্নয়নমূলক বিভিন্ন বইয়ের অনেক বিষয় এখানে নেয়া হয়েছে। বিশেষ করে যেগুলো ইসলামের সাথে খাপ খায়, যেগুলো রাসূল (সাঃ) এর জীবনে পাওয়া যায়। এগুলোর মধ্যে আছে সামাজিক বিচারবুদ্ধি, সৃষ্টিশীলতা, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া, নেতৃত্ব বিকাশের মতো বিষয়গুলো।

চিরাচরিত জীবণীগ্রন্থের দৃষ্টিকোণ থেকে এই বইকে দেখাটা ঠিক হবে না। সত্যিকারার্থে এটা ওই শ্রেণিতে পড়ে না। আবার ঠিক আত্মোন্নয়নমূলক বইও না। এই দুই ধরন মিলিয়ে এক অনন্য মিশেল তৈরি করতে চেষ্টা করা হয়েছে।

বইয়ের নামঃ বি স্মার্ট উইথ মুহাম্মদ
লেখক: ড. হিশাম আল-আওয়াদি
অনুবাদ: মাসুদ শরীফ
প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশনস

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x