কবিতা: ভালো মানুষ হতে চেয়েছিলাম, লেখক: এমএইচ মাসুদ
ভালো মানুষ হতে চেয়েছিলাম
আমিও ভুল করি
বুঝতে পারলে শুধরে বা শিখে নিই
অন্যায় করলে, অনুতপ্ত হই
নিখুঁত না হলেও চেষ্টা করে যাই।
কাউকে কষ্ট দিলে
আমারও মন খারাপ হয়
তবু কারো উপর চাপাইনি
দন্ডিত করলেও মেনে নিয়েছি।
নিজের ইচ্ছেমত কিছু করতে চাইনি
শুধু একজন ভালো মানুষ হতে চেয়েছিলাম
বিবেকের মুখোমুখি হয়ে দেখলাম
আমি এখনো মানুষ হতে পারিনি।।
নিজের জন্য যা অন্যের জন্য তা না করতে পারি
যদি মনুষত্ব ও বিবেকবোধ জাগ্রত না হয়
দেখতে মানুষের মতো হলেও প্রকৃত মানুষ না হতে পারি
তবে জীবনটা বৃথা হয়ে যাবে।।