কবিতার নাম: লক্ষ্য – নূরুল্যাহ সাঈদী। কবি এখানে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে প্রেরণা দিয়েছেন।
লক্ষ্য – নূরুল্যাহ সাঈদী
আমি আমার লক্ষ্যে পৌঁছবোই
তোমাকেসহ অথবা তোমাকে ছাড়া!
আমার লক্ষ্য বহুদূর, স্বপ্ন আকাশছোঁয়া!
তুমিতো জানো আমি স্বপ্নের ফেরিওয়ালা,
তাই নয় কি?
আমার এ পথ অনেক বন্দুর,কাঁটা বিছানো,
খুবই ঝুঁকিপূ্র্ণ বৈকি!
এ পথে চলতে গিয়ে আমার
মৃত্যুও হতে পারে।
আমিতো প্রায় মরেই গেছি।
সততা আর দৃঢ়তার বলেই
বার বার ঘুরে দাঁড়াই আর
স্বপ্নের পথে হাঁটি।
তুমি আমার সাথী হবে?
যদি উত্তর হ্যাঁ হয়, তবে তোমাকে ধন্যবাদ!
তাহলে যে আমার মতো ঝুঁকি
তোমাকেও নিতে হবে!
পারবেতো বন্ধু?
আর যদি উত্তর না হয়, তাহলে এ সিদ্ধান্ত
একান্তই তোমার।
তোমার জন্যে আমি দুঃক্ষিত!
তবে তোমাকে কথা দিলাম,
আমি আমার লক্ষ্যে পৌঁছবোই পৌঁছবো
তোমাকেসহ অথবা তোমাকে ছাড়া।
গুলিস্তান/১৯.১.২০২৩ইং

Excellent
[…] এই বইয়ের লেখকের স্ব-রচিত কবিতা লক্ষ্য … […]
[…] লক্ষ্য – নূরুল্যাহ সাঈদী […]