জ্ঞানের রাজ্যে আপনাকে স্বাগতম
আপনি যেহেতু এখানে এসেছেন নিশ্চয়ই আপনি লিখতে এবং পড়তে ভালবাসেন। আপনার এই ভালবাসার প্রতি শ্রদ্ধা রইল। আপনি লিখুন আপনার জন্য ও পাঠকের জন্য। নতুন কিছু তুলে ধরে বদলে দিন পাঠকদের মনস্বত্ত্ব। আপনার লেখার জন্য একসময় অপেক্ষা করবে দুই বাংলার অজস্র গুণমুগ্ধ পাঠক। সমৃদ্ধশালী এক জ্ঞানের রাজ্যে আপনিও হতে পারেন গর্বিত একজন অংশীদার।
যে বিষয় নিয়ে লেখা জমা দেয়া যাবেঃ
যেকোন বইয়ের রিভিউ, দার্শনিকদের উক্তি, ভ্রমণ, ব্যাক্তিত্ব, সফলতা, ক্রীড়া, ইতিহাস ইত্যাদি সম্পর্কে লিখতে পারেন।
কিছু শর্তাবলীঃ
1) আপনার লেখার মাধ্যমে কোন ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গের মানুষকে ছোট করা যাবে না।
2) বিজ্ঞাপন মূলক কোন লেখা প্রকাশ করা যাবে না। তবে অনুপ্রেরণামূলক প্রবন্ধের ক্ষেত্রে উদাহরনস্বরুপ সফল ব্যাক্তিত্ব সম্পর্কে লেখা ও উদাহরণ দেয়া যেতে পারে।
3। যৌনতা বিষয়ক কোন প্রবন্ধ প্রকাশ করা হবে না।
4। অন্য ব্লগে অথবা অন্য প্ল্যাটফর্মে পূর্বে প্রকাশিত হয়েছে এমন প্রবন্ধ প্রকাশ করা হবে না।
5। আপনার লেখা প্রবন্ধটি কমপক্ষে 500 শব্দের মধ্যে হতে হবে।
6। ছবি প্রদানের ক্ষেত্রে নিজের তোলা অথবা যার তোলা তাকে ক্রেডিট দিতে হবে।
7। আপনার লেখাটি এমএস ওয়ার্ড অথবা নোটপ্যাডে অভ্র কিবোর্ডের মাধ্যমে লিখতে হবে। অথবা খাতায় হাতে লিখে ই-মেইল করা যেতে পারে।
সম্মানী
আপনার লেখার গুনগত মান, নিয়মিত লেখা ও পাঠকপ্রিয়তা বিবেচনা করে সম্মানী নির্ধারন করা হবে।
Please log in to submit content!
আপনার লেখাটি উপরের ফরমে পোষ্ট করুন অথবা আমাদের ই-মেইল করুনঃ
আমরা লেখা যাচাঁই পূর্বক প্রকাশ করে আপনাকে ই-মেইল অথবা মোবাইলের মাধ্যমে জানিয়ে দেবো।
admin@gohinedola.com
masudwl@gmail.com
Mob: 01920789472